ভিডিও থেকে ক্লিপ শেয়ারে ইউটিউবে নতুন ফিচার

৩০ জানুয়ারি, ২০২১ ০২:১৪  
অবশেষে ভিডিও থেকে ক্লিপ তৈরি ও সেটি শেয়ার করার সুবিধা দিচ্ছে ইউটিউব। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রিয়েটর ক্লিপিং টুলের অ্যাক্সেস পেয়েছেন। এর মধ্যে কিছু গেমিং চ্যানেলও রয়েছে। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েডে আসা ফিচারটি শিগগিরই আইওএসেও আসবে। যারা ইতিমধ্যেই ফিচারটি পেয়েছেন তারা তাদের ভিডিওর নিচে থাম্ব ও শেয়ার আইকনের মাঝে ক্লিপ আইকন দেখতে পাবেন। স্লাইডার ব্যবহার করে পাঁচ থেকে ৬০ সেকেন্ডের ক্লিপ তৈরি করা যাবে। এরপর টাইটেল দিয়ে বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা যাবে। ক্লিপ তৈরি হলেও নতুন ভিডিও তৈরি হবে না। এর পরিবর্তে প্রকৃত কনটেন্টের একটি লুপিং সেগমেন্ট শেয়ার হবে। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের অনুরোধে ও মতামতের প্রেক্ষিতে এই ফিচারটি এনেছে ইউটিউব। লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে স্ট্রিম শেষ হওয়ার পর ক্লিপ তৈরি করা যাবে। ফিচারটি শিশুদের জন্য তৈরি করা ভিডিওতে পাওয়া যাবে না। এছাড়া লাইভ প্রিমিয়ার, আট ঘন্টার অধিক লাইভ স্ট্রিম এবং যেগুলোতে ডিভিআর নেই সেসব ভিডিওতে এই ফিচারটি ব্যবহার করা যাবে না। ডিবিটেক/বিএমটি